• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বয়স সমালোচনার জবাব ইশরাকের


প্রকাশিত: ৪:০২ পিএম, ২০ জানুয়ারী ২০ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৪৫ বার

 

স্টাফ রিপোর্টার : সরকার দলীয় প্রার্থী তার বয়স নিয়ে সমালোচনা করেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ সোমবার সিটি করপোরেশন নির্বাচনের একাদশতম দিনের প্রচারণা শুরুর আগে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এ বিষয়ে কথা বলেন তিনি।নেতাকর্মীদের উদ্দেশে ইশরাক বলেন, ‘সরকার দলীয় প্রার্থী আমার বয়স নিয়ে সমালোচনা করেন। আমি তরুণ সমাজকে বলবো, আপনারা আমার সাথে থাকবেন, আমাকে ভোট দেবেন। আমরা দেখিয়ে দেব তরুণরাও পারে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিল। তরুণ ভাই তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। তাই যারা তরুণদের বয়স নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আমরা তাদের দেখিয়ে দিতে চাই, আমরা তরুণরাও নেতৃত্ব দিতে পারি।’‘আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি এই ঢাকা শহরকে সুন্দর একটি বাসযোগ্য শহরে পরিণত করার পাশাপাশি আমাদের দলের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন-সংগ্রাম চলছে তা ত্বরান্বিত করার লক্ষ্যে প্রাণপণ কাজ করে যাবো’ বলেও জানান ইশরাক।

গণসংযোগে ইশরাকের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু,সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাবেক সফল মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। আমি ঢাকার মেয়র ছিলাম, সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র ছিলেন। তখন ঢাকার এই পরিণতি ছিল না। ঢাকা একটি গোছালো শহর ছিল। তাই আমি বলব, ইশরাক একজন যোগ্য প্রার্থী। আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন পরিচালনায় আমার যে অভিজ্ঞতা ও সাদেক হোসেন খোকার যে অভিজ্ঞতা তা সমন্বয় করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মাধ্যমে একটি সুন্দর ভাগ্য শহর গড়ে তুলব।’ইভিএম ব্যবস্থা মানি না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‌‘তারপরও যদি সুষ্ঠু ও সঠিক ফলাফল আসে তাহলে আমরা নির্বাচন মেনে নেবো। কিন্তু যদি কোনো কারচুপির আশ্রয় নেন তাহলে এই মেয়র নির্বাচন থেকে আপনাদের পতনের আন্দোলন শুরু হবে।’

‘পত্রিকায় দেখলাম বিএনপির টার্গেট এ নির্বাচনকে বিতর্কিত করার’- কাদের (ওবায়দুল কাদের) সাহেবের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘আমি বলতে চাই, বিএনপির টার্গেট নির্বাচনে জয়ী হওয়া, নির্বাচনকে বিতর্কিত করা নয়। কারণ আপনারা জবরদস্তি করে বিজয়ী হওয়ার চেষ্টা করছেন। বিএনপি কখনোই বিতর্কে মধ্যে ছিল না, নাই, থাকবেও না। আমরা চাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন।’