• বৃহস্পতিবার , ৯ জানুয়ারী ২০২৫

‘বড় জঙ্গি থাকতে পারে সিলেটের আতিয়া মহলে’


প্রকাশিত: ২:০৩ পিএম, ২৬ মার্চ ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

স্টাফ রিপোর্টার  :  সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে বড় কোনো জঙ্গি থাকতে পারে বলে ধারণা করছে22ন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।

ওই সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। মন্ত্রী বলেন, বাংলাদেশের কোথাও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো সদস্যের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি বলেন, জঙ্গিবিরোধী অভিযানে দেশের আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর। দেশে জঙ্গি পুরোপুরি নির্মূল না হলেও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে আতিয়া মহল ঘিরে রাখে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা পুলিশের। আজ সকাল ৭টার দিকে আতিয়া মহলের আশপাশে চার কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এ বিষয়ে সিলেটের গোয়ালাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়া একসঙ্গে তিনজনের বেশি লোক চলাফেরা করতে পারবে না। ১৪৪ ধারা জারি করার পর বেশ ভোগান্তিতে পড়েছেন সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।