• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ব্র্যাক ব্যাংকে আস্থা অবিচলে লুটপাট-মামলা অনুমোদন দুদকের


প্রকাশিত: ২:৪৭ এএম, ২৮ জুলাই ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

বিশেষ প্রতিবেদক.ঢাকা:  ব্র্যাক ব্যাংকে `আস্থা অবিচলে’ জালিয়াতির মাধ্যমে লুটপাট করা হয়েছে ব্যাংকের প্রায় ৭৯ লাখ টাকা। এ আত্মসাতের brack bank-অভিযোগে ব্যাংকটির ১০ কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার এ মামলার অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন ।

দুদক সূত্র জানায়, ভুয়া কাগজপত্র তৈরি ও সেগুলো ব্যবহার করে ব্র্যাক ব্যাংকের ৭৮ লাখ ৯৮ হাজার ২৩০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে ওই ১৪ জনের বিরুদ্ধে।
যাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে তাঁরা হলেন‍-ব্র্যাক ব্যাংকের কাস্টমার রিলেশন অফিসার আশরাফ উল সাইদ শিপু ও নজরুল ইসলাম, সিনিয়র অফিসার মতিয়ার রহমান, ব্যবস্থাপক আলী আরমান, অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার তারিকুস ছালাম ও তাহসিন শহীদ, ক্রেডিট অ্যানালিস্ট বিপ্লব কুমার মণ্ডল, পোর্টফোলিও ম্যানেজার মির্জা হাসিবুল হালিম, সিনিয়র ম্যানেজার আব্দুর রাজ্জাক সরকার ও সাবেক হেড অব ক্রেডিট অ্যান্ড কালেকশন অরূপ হায়দার।
অন্য চারজন হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজরা গ্রামের মাওলানা আব্দুল হকের চার ছেলে—মাওলানা খালেদ সাইফুল্লা, মিজানুর রহমান, আবুল কাশেম মফিজুল্লা ও আবু সাইদ।শিগগিরই এঁদের বিরুদ্ধে মামলা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।