• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

ব্যাডলাক এবার ফিজকে ডোবালো..


প্রকাশিত: ৪:৫৮ পিএম, ২৩ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৪ বার

স্পোর্টস রিপোর্টার  :   ব্যাডলাক এবার ফিজকে  ডোবালো..।কাউন্টি ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচেই হারের সাধ পেলেন টাইগার পেসার। শুক্রবার 1রাতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে মুস্তাফিজের দল সাসেক্সের ছুড়ে দেয়া ১৫৪ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে য‌‌ায় সারে।

আর উইকেট শূন্য থেকেছেন মুস্তাফিজ নিজেও।  ৩.২ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে কোনও উইকেট পাননি মুস্তাফিজ। এ হারে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন কঠিন করে ফেললো মুস্তাফিজুর রহমানের দল সাসেক্স। শেষ আটে খেলতে হলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

শুক্রবার ক্যানিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সাসেক্স। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে তারা। ব্যাটসম্যানদের ছোট ছোট জুটিতে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় তারা। শেষদিকে সারের বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলে বড় সংগ্রহ করতে পারেনি সাসেক্স।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন কাচোপা। ৩৪ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৩৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৯ রান করেন ক্রিস ন্যাশ। এছাড়া ম্যাট মাচান ২৫ ও ফিলিপ সল্ট ১৮ রান করেন। সারের পক্ষে ২১ রানে ২টি উইকেট নেন ক্রিস মরিস। এছাড়া ২৫ রানে ২টি উইকেট নেন জেড ডের্নব্যাকও।

সাসেক্সের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় সারে। মাত্র দুই উইকেট হারিয়ে ১১ ওভারেই ১০৫ রান তুলে ফেলে দলটি। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই ছয় উইকেটের জয় তুলে নেয় তারা।