• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

‘ব্যাচেলরদের বাসা ছাড়ার নির্দেশনা-নেই’


প্রকাশিত: ১০:৪৫ পিএম, ২৭ ডিসেম্বর ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২৩ বার

 

বিশেষ প্রতিনিধি :  রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সন্ধ্যার পর ডিএমপির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।তবে এর আগে পুলিশের বরাত দিয়ে বিভিন্ন মেসের বাসিন্দা ও বাড়িওয়ালারা জানান, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ব্যাচেলরদের বাসা ছাড়তে হবে। রাজধানীর বাড্ডা, ক্ষিলখেত, নিকুঞ্জ, মণিপুরি পাড়া ও মিরপুর এলাকায় বসবাসরত বেশ কয়েকজন ব্যাচেলর ওই নির্দেশনা পান।

হঠাৎ করে ওই নির্দেশ পেয়ে অনেকে রাজধানী ছেড়েছেন। অনেকে আবার দুশ্চিন্তায় পড়েন এ অল্প সময়ের মধ্যে কিভাবে ঢাকা ছাড়বেন ভেবে।ওই সময় খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেছিলেন, ‘আমরা এ ধরনের নির্দেশনা দিয়েছি। আজ সন্ধ্যা ৬টার মধ্যে বাসা খালি করতে হবে। একদম নির্বাচনের পরেই তারা আবার বাসায় ফিরে আসতে পারবেন।’

তবে সন্ধ্যায় ডিএমপির বিজ্ঞপ্তির পর এ ব্যাপারে আবারো খিলক্ষেত থানার ওসি’র সাথে যোগাযোগ করা হলে তিনিবলেন, ‘যেসব ব্যাচেলার মেস বা বাড়ির বাসিন্দা নন, যারা ভোটার নন তাদের কেই মূলত বাসা ছাড়তে বলা হয়েছে। এটা আমাদের নিয়মিত নির্দেশনা।’