• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

বোলিংয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশি শায়লা


প্রকাশিত: ২:২৫ এএম, ৯ ফেব্রুয়ারি ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১১২ বার

boling shaila-www.jatirkhantha.com.bd

ডেইলিস্টার ডট ইউকে থেকে স্পোর্টস রিপোর্টার : এবার বোলিংয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশি শায়লা । শায়লা শারমিন যা করলেন, তা ক্রিকেট ইতিহাসে বিরল। নির্দিষ্ট এক ওভারে বাংলাদেশি এই স্পিনার বল করলেন দুই হাতে। ডান হাতের পাশাপাশি বোলিং করলেন বাঁ হাতেও। যা দেখে হতবাক ক্রিকেটবিশ্বের অনেকেই।

পাকিস্তান মহিলা দলের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি হয়েছে কলম্বোর পি সারা ওভালে। ম্যাচটি বাংলাদেশ ৬৭ রানে হারলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শারমিন। ২৭ বছর বয়সী এই স্পিনার বল করলেন যে দুই হাতেই। বোলিং করেছেন মোটে তিন ওভার, উইকেট পাননি একটিও, তবু নিজের দক্ষতা দিয়ে মন জয় করে নিয়েছেন ক্রিকেটবিশ্বের। মূলত তিনি ডানহাতি অফস্পিনার। কিন্তু বাঁ হাতের ঘূর্ণিটাও যে তার অসাধারণ, সেটার প্রমাণ রাখলেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে।

boling shaila-www.jatirkhantha.com.bd.-3শারমিন বোলিং করছেন বাঁ হাতে–
ডানহাতি ব্যাটসম্যানদের বেলায় বল করলেন তিনি বাঁ হাতে, আর বাঁহাতি ব্যাটসম্যানদের পরীক্ষা নিলেন ডানহাতের স্পিনে। আন্তর্জাতিক ক্রিকেটের সিনিয়র পর্যায়ে এই দৃশ্যটা প্রথমবার দেখা গেছে বলেই জানিয়েছেন ক্রিকেট লেখক ডেভিড টাউনসেন্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘বিবিসি’র সঙ্গে কাজ করা এই লেখক প্রশংসায় ভাসিয়েছেন শারমিনকে। তার টুইটটা এমন, ‘ক্রিকেটের এই অংশটা দেখলে আপনার সব দেখা হয়ে যাবে : বাংলাদেশের হয়ে শায়লা শারমিন একই ওভারে বোলিং করলেন ডান হাত ও বাঁ হাতে।’ ইংল্যান্ডের সাবেক মহিলা ক্রিকেটার ইবনি রেইনফোর্ড রীতিমত বিস্মিত, ‘খুব ভালো লেগেছে! বাংলাদেশের শায়লা শারমিন ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বল করলেন বাঁ হাতে, আর ডান হাত ব্যবহার করবেন বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য। অসাধারণ দক্ষতা!!!’ ক্রিকেটে এমন দৃশ্য কখনও দেখেননি বলেও যোগ করেছেন টুইটের পরের অংশে, ‘শায়লা শারমিন একই ওভারে বল করেছেন ডান ও বাঁ হাতে। আন্তর্জাতিক ক্রিকেটে আমার নিজের চোখে কখনও দেখেনি এমনটা।’

boling shaila-www.jatirkhantha.com.bd.-2সেই শারমিনই বোলিং করছেন আবার ডান হাতে–
যাকে নিয়ে এত আলোচনা, সেই শারমিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে নেমেছিলেন মাত্র পঞ্চম ওয়ানডেতে। নামের পাশে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ৮টি। যেখানে আন্তর্জাতিক উইকেটের ঘরটা এখনও ফাঁকা।

তাতে কী, নিজের অসাধারণ দক্ষতা দিয়ে ক্রিকেটবিশ্বের নজর কেড়ে নিয়েছেন তিনি ইতিমধ্যেই। সেই সঙ্গে বাংলাদেশের নামটাও নিয়ে গেছেন অনন্য উঁচুতে।