• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

বৈশাখের গরমে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা


প্রকাশিত: ১:৫২ পিএম, ১৫ এপ্রিল ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১৯ বার

অনলাইন ডেস্ক রিপোর্টার : এবার তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বাজছে? উত্তর কোরিয়াকে ঘিরে উদ্বেগ N koria-www.jatirkhantha.com.bd.2বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির সঙ্গে যেকোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে চীন। আর যদি যুদ্ধ লেগেই যায় সেক্ষেত্রে কেউ বিজয়ী না-ও হতে পারে বলে মনে করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

N koria-www.jatirkhantha.com.bdতিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে কোনওভাবে যুদ্ধ বাধে তবে, তাতে মানুষেরই ক্ষতি। সেই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ওপরও তার প্রভাব পড়বে।’ আলোচনার মাধ্যেমে দেশ দুটির মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা উচিত বলেও মন্তব্য করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

উত্তর কোরিয়া নতুন করে পরমাণু বোমা পরীক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে— এমন সংবাদের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, উত্তর কোরিয়ার সমস্যাটি তারা দেখবেন। মার্কিন পেসিডেন্টের এমন মন্তব্যের প্রেক্ষাপটেই কোরীয় উপসাগরীয় অঞ্চলের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে কথা বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
N koria-www.jatirkhantha.com.bd.1
ওয়াং ই বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেকোনো মুহূর্তে সংঘাত শুরু হয়ে যেতে পারে। আমি মনে করি পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘একে অন্যের প্রতি উস্কানি ও হুমকি প্রদান বন্ধ করতে, সেটা কথাতেই হোক বা কাজে, এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে যেতে না দিতে আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাই।’

22উত্তর কোরিয়ার একমাত্রা সহযোগী চীনের প্রতি ইঙ্গিত করে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার সমস্যাটি আমরা দেখবো। ট্রাম্প আরও বলেন, চীন যদি সহায়তা করার সিদ্ধান্ত নেয়, তবে সেটা হবে দারুণ। আর যদি তা না হয়, তবে তাদের ছাড়াই আমরা সমস্যাটির সমাধান করবো।

ট্রাম্পের এই বক্তব্যের জবাবে শুক্রবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের উস্কানি ‘নির্দয়ভাবে নসাৎ’ করবে।