• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক


প্রকাশিত: ৫:১৯ পিএম, ২৩ জুন ২৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

স্টাফ রিপোর্টার : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আজ রোববার দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির না হওয়ায় আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি। আজ দুপুরে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক সচিব বলেন, অভিযোগের বিষয়ে বেনজীর আহমেদের বক্তব্য প্রদানের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কিনা সে বিষয়ে কমিশনকে কিছু জানাননি। আজকে অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তিনি বক্তব্য না দিলে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। আগামীকাল সোমবার তাঁর স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ প্রদান করেছে। নির্ধারিত সময়ের মধ্যে তারাও উপস্থিত না হলে তাদের বিষয়েও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচিব আরও বলেন, গত ২১ জুন বেনজীর আহমেদ কমিশনে একটি চিঠি দেন। সেই চিঠিতে তিনি, তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে সম্পদের বিষয়ে অবস্থান বর্ণনা করেন। ওই চিঠিতে তিনি ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়নি।