• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বেজির ছোটাছুটির কারণে রেল ভবনে আগুন!


প্রকাশিত: ৭:১০ পিএম, ৭ জুলাই ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৭২ বার

 

bagy-railbhavon-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার : বেজির ছোটাছুটির কারণে রাজধানীর আব্দুল গণি রোডের রেল ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। bagy-railbhavon-www.jatirkhantha.com.bd.11শুক্রবার সকাল ১০টা ৪২ মিনিটে শর্টসার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে বড় কোনো ক্ষয়-ক্ষতির আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বলেন, ‘রেল ভবনে বেজি ঢুকেছিল। বেজির ছোটাছুটির কারণে শর্টসার্কিট হয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিস খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে খবর পেয়ে রেলমন্ত্রী মো. মুজিবুল হক দ্রুত সেখানে উপস্থিত হন।