বৃষ্ঠির বাগড়া’য় মঙ্গলবার মাঠে গড়াবে বিপিএল
স্পোর্টস রিপোর্টার : বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের চতুর্থ আসর আপাতত বন্ধ রাখা হচ্ছে। নতুন করে মঙ্গলবার থেকে এই আসর মাঠে গড়াবে।আবহাওয়া অফিসের সঙ্গে একাধিকবার বৈঠক শেষে বিপিএলের গভর্নিং কাউন্সিল শনিবার এই সিদ্ধান্তের কথা জানায়।
বৃষ্টির কারণে শুক্রবার শুরু হওয়া আসরটির প্রথম দুদিনের তিনটি খেলা ইতিমধ্যে পরিত্যক্ত হয়েছে।শনিবার দুপুরের তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর চতুর্থ ম্যাচটি মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত খেলা সোমবার পর্যন্ত বন্ধ রেখে মঙ্গলবার নতুন করে আসর শুরুর ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইসমাইল হায়দার মল্লিক জানান, পয়েন্ট ভাগাভাগি বাদ দিয়ে পরিত্যক্ত হয়ে যাওয়া ম্যাচগুলো দিয়েই ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। এক্ষেত্রে ঘোষিত সূচি বহাল থাকবে।
এবারে বিপিএলের চতুর্থ আসরে সাতটি দল অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে ম্যাচ থাকছে। ৪ নভেম্বর শুরু হয় এক মাসেরও বেশি সময় চলা টুর্নামেন্টের ফাইনাল ৯ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তীত সূচি অনুযায়ী সেটা পেছাতে পারে।