• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

বুড়িগঙ্গায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা


প্রকাশিত: ৪:৫৫ পিএম, ১১ জুলাই ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭৪ বার

বিশেষ প্রতিনিধি : বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযানে এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালিয়েছে প্রভাবশালী এক ঘাট ইজারাদার।এ সময় বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানসহ ৫ কর্মকর্তা আহত হয়। বৃহস্পতিবার সকালে, রাজধানীর পোস্তগোলার শ্মশান ঘাটে উচ্ছেদ কার্যক্রম শুরু করলে, ঘাটের ইজারাদার ইব্রাহীম আহমেদ রিপন লোকজন নিয়ে হামলা চালায়।

এতে বাধার মুখে পড়ে উচ্ছেদ কার্যক্রম। এ সময় ঘটনাস্থল থেকে ঘাট ইজারাদার রিপনের ভাই বাপ্পিসহ তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আবারো শুরু হয় উচ্ছেদ অভিযান। গেল ৪৩ কার্যদিবস ধরে চলা এ উচ্ছেদ অভিযান এই প্রথম বাধার মুখে পড়লো। এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার অবৈধ স্থাপনাসহ ১০০ একর জমি উদ্ধার ও পাঁচ কোটি টাকার মালামাল নিলামে তোলা হয়েছে।