বুলেটপ্রুফ গাড়ি ও সশস্ত্র আনসার রাখার পরামর্শ দূতাবাসগুলোকে
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি কূটনতিকরা। সরকার তাদের বুলেটপ্রুফ গাড়ি ও গাড়িতে সাদা নম্বর প্লেট ব্যবহারের অনুমতি এবং অর্থের বিনিময়ে সশস্ত্র আনসার ব্যবহারের প্রস্তাব দিয়েছে। আজ রবিবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, ‘আজকে আমি বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিরাপত্তার বিষয়ে বৈঠক করেছি। তারা বাংলাদেশের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সরকার তাদের বুলেটপ্রুফ গাড়ি ও সাদা নম্বর প্লেট ব্যহার করার অনুমতি দিয়েছে। এছাড়া আমরা সশস্ত্র আনসার বাহিনী তৈরি করেছি। তারা অর্থের বিনিময়ে আনসারদের ভাড়া করতে পারবেন।
সাদা নম্বর প্লেটের বিষয়ে তিনি বলেন, ‘যদি কোনও কূটনীতিক বিশেষ কোনও নম্বর প্লেট ব্যবহার করতে না চান, তবে তিনি সাদা নম্বর প্লেট ব্যবহার করতে পারবেন। যদি তিনি সাদা নম্বর প্লেট ব্যবহার করেন, তবে তার গাড়িতে ব্যবহৃত বিশেষ নম্বর প্লেটটি রেখে দিতে হবে। উল্লেখ্য, কূটনীতিকরা বর্তমানে হলুদ নম্বর প্লেট ব্যবহার করে থাকেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিদেশি দূতাবাসগুলোকে বুলেট প্রুফ গাড়ি, গাড়িতে সাধারণ নম্বর প্লেট ব্যবহারের অনুমতি ও অর্থের বিনিময়ে স্বশস্ত্র আনসার নিয়োগের প্রস্তাব দিয়েছে সরকার। নিরাপত্তার প্রশ্নে সরকারের কাছে বিদেশি দূতাবাসগুলোর এই তিনটি দাবি ছিল। সরকার সবগুলো দাবি পূরণের ব্যবস্থা নিয়েছে ।
ওই কর্মকর্তা বলেন, ‘গত ৩০ আগস্ট সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকাস্থ প্রতিটি বিদেশি দূতাবাসকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও বলেন, ‘নিরাপত্তার জন্য দূতাবাসগুলোতে বাড়তি লোক নিয়োগেরও দাবি ছিল এবং আমরা তাদেরকে বাড়তি স্বশস্ত্র আনসার নিয়োগের প্রস্তাব দিলেও গত দু’সপ্তাহে কোনও দূতাবাসের কাছ থেকে একটিও অনুরোধ পাইনি।’
আনসার নিয়োগের ক্ষেত্রে দূতাবাসগুলোর করণীয় কী, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘প্রতিটি দূতাবাসের জন্য কনট্যাক্ট পয়েন্ট আছে এবং সেখানে যোগাযোগ করলেই তাদেরকে আনসার দেওয়া হবে।
সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনও দূতাবাস আনসার চাইলে প্রত্যেক আনসারের জন্য প্রতি মাসে ২৫০ ডলার দিতে হবে।’
অন্য একজন কর্মকর্তা বলেন, দূতাবাসগুলোর আরেকটি অনুরোধ ছিল, গাড়িতে সাধারণ নম্বর প্লেট ব্যবহার করা,যাতে করে বোঝা না যায় যে, তাদের গাড়িগুলো কূটনীতিকদের গাড়ি।
তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে এ ব্যবস্থার প্রচলন আছে এবং তারা বিশেষ বা সাধারণ যেকোনও নম্বর প্লেট ব্যবহার করলে আামাদের কোনও আপত্তি নেই।বুলেটপ্রুফ গাড়ির ক্ষেত্রেও সরকারের কোনও আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ‘কোনও দূতাবাস যদি তাদের কোনও কূ’টনীতিকের জন্য বুলেটপ্রুফ গাড়ি আমদানি করতে চায়, তবে সরকার অনুমতি দেবে।
সাম্প্রতিক সময়ে দেশে একাধিক সন্ত্রাসী ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার বিদেশি দূতাবাসগুলোর জন্য বাড়তি নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে। এই কমিটি এ পর্যন্ত চারটি বৈঠক করেছে।