• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

বুধবার সারাদেশে ২৪ ঘণ্টা জামায়াতের হরতাল


প্রকাশিত: ২:০৬ পিএম, ১৬ জুন ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬৮ বার

স্টাফ রিপোর্টার.ঢাকা : বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের রায়ে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের hartal-lil1মৃত্যুদন্ড- বহাল রাখা হলে দলটি এই হরতাল কর্মসূচি ঘোষণা করে।

মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যার সরকারি ষড়ন্ত্রের প্রতিবাদে তিনিসহ আটক জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীর মুক্তির দাবিতে ১৭ জুন বুধবার সকাল ৬টা থেকে ১৮ জুন বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দেশের বুদ্ধিজীবী, পেশাজীবী, আইনবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

তবে হাসপাতাল, এম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে।