• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বিয়ে’র সানাই বাজাতে কোহলি-আনুশকা-জ্যোতিষের কাছে


প্রকাশিত: ১০:২২ পিএম, ২৯ ডিসেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

বিশেষ প্রতিনিধি  :  বিয়ের শুভক্ষণ জানতে এবার জ্যোতিষের কাছে ধর্ণা দিলেন কোহলি-আনুশকা।

  এক সাধুর সঙ্গে আনুশকা-বিরাট—ইনস্টাগ্রাম থেকে নেয়া

এক সাধুর সঙ্গে আনুশকা-বিরাট—ইনস্টাগ্রাম থেকে নেয়াanuska-birat

এর আগে যে গুজব রটেনি, তেমনটা নয়! এবারে চাউর হয়েছে আসছে বছরের প্রথম দিনেই বাগদানপর্বটি সেরে ফেলবেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি!

পারিবারিক সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, বাগদানপর্বটি স্রেফ দুই পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্যই দেরাদুনে বেড়াতে গেছেন ‘বিরুস্কা’! সেখানে তারা রয়েছেন পরিবারের সঙ্গে।
জানা গেছে, আপাতত খুব ছিমছামভাবে হলেও ‘রিরুস্কা’ জুটির বাগদানের প্রস্তুতি নিচ্ছে দুই পরিবার।

বলিউড অভিনেত্রী আনুশকার পরিবারের সদস্যরা রয়েছেন দেরাদুনেই! দিন-দুয়েকের মধ্যেই বিরাটের পরিবারের সবাইও সেখানে যাচ্ছেন। সব মিলিয়ে, দুই পরিবারেই এখন ছেলেমেয়ের বিয়ে নিয়ে তুমুল উত্তেজনা! খবরে বলা হচ্ছে, বাগদানের মাসকয়েকের মধ্যেই বিয়েটাও সেরে ফেলতে পারেন ‘বিরুস্কা’!anushka_pakistani-www-jatirkhantha-com-bd

জীবনের এই নয়া ইনিংস নিয়ে যারপরনাই আনন্দে রয়েছেন ‘বিরুস্কা’ জুটি। খোশমেজাজে ঘুরছেন পাহাড়ে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন সাধুর সঙ্গে ছবি; নায়িকার ময়ূরকে খাওয়ানোর ভিডিও!