• সোমবার , ৬ জানুয়ারী ২০২৫

বিয়ের প্রস্তাব দিয়ে লম্পট প্রেমিকের ধর্ষণ


প্রকাশিত: ২:৪৫ এএম, ২৫ অক্টোবর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৯৪ বার

চাঁদপুর প্রতিনিধি  :  চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রেমিক তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ 111উঠেছে। এছাড়া বিয়ে না কারায় ওই কিশোরী প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে।উপজেলার পশ্চিম রূপসা গ্রামে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, পশ্চিম রূপসা গ্রামের এক কিশোরীর সঙ্গে পাশের বাড়ির আব্বাছ আলীর ছেলে মারুফ হোসেনের (২৩) প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর ধরে এ সম্পর্ক চলে। মারুফ হোসেন তার কিশোরী প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে গত ১৬ অক্টোবর গভীর রাতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর থেকে ওই কিশোরী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে মারুফ হোসেন কৌশলে এড়িয়ে যায় এবং তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

পরে মারুফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ওই কিশোরী বিষয়টি তার মাকে জানায়। তার মা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। বিষয়টি মারুফের অভিভাবকদেরও জানানো হয়। তবে মারুফের অভিভাবকরা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তারা উল্টো কিশোরীর বাড়িতে গিয়ে কিশোরী ও তার মাকে গালমন্দ করে।

অপমাণ ও লাঞ্ছনা সইতে না পেরে  কিশোরীটি কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা চালায়।গত ২২ অক্টোবর স্থানীয় ইউপি সদস্য উভয় পক্ষকে নিয়ে চেয়ারম্যান কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠকে কিশোরী প্রেমের কথা জানালেও প্রেমিক মারুফ তা অস্বীকার করেন।পরে ওই রাতেই কিশোরী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। তবে পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে মারুফের বোন রীনা বেগম বলেন, ‘ইউনিয়ন পরিষদে বৈঠকের সময় মেয়েটি উভয়ের মাঝে মোবাইলে ও সাক্ষাতে কথা হতো কথা বললেও ধর্ষণ বা শ্লীলতাহানীর কোনো অভিযোগ তোলেনি। ইউপি কার্যালয় থেকে এসে তৃতীয় পক্ষের ইন্দনে আমার ভাইয়ের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দাখিল করে।’