• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

বিহারী-ভূমিহীন বাঙ্গালীদের পূণর্বাসনে কাল পল্লবীতে সমাবেশ


প্রকাশিত: ৯:২৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২১ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৩২ বার

ডেস্ক রিপোর্টার : উর্দূভাষী বিহারী মুসলমানদের পাশাপাশি ভূমিহীন বাঙ্গালীদের পূণর্বাসনের দাবীতে কাল বুধবার ৩ ফেব্রুয়ারী বাংলাদেশী বিহারী পূনর্বাসন সংসদ (বিবিআরএ) এক সমাবেশ এর আয়োজন করেছে। বিবিআরএর পল্লবী থানা শাখা উদ্যোগে বিহারীদের পূনর্বাসনের দাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে মিরপুর-১১, ব্লক-এ, এভিনিউ-৪, নিউ সোসাইটি মার্কেট বিহারী ক্যাম্প ভাসানী মোড় পল্লবী থানা এলাকায়।

প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশী বিহারী পূনর্বাসন সংসদ (বিবিআরএ) পল্লবী থানা শাখা বিহারীদের পূনর্বাসনের প্রকৃত চিত্র তুলে ধরতে ও সরকারকে বাস্তবমূখী পুণর্বাসন প্রক্রিয়া অবিলম্বে আরম্ভ করার তাগিদ দিতে বুধবার
বিকাল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২.০১.২০২১ইং ও ২৩.০১.২০২১ইং তারিখে পল্লবীর মিরপুর-১১ এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সড়ক উন্নয়নের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করায় গরিব ক্যাম্পবাসীগন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। উস্কানী ও গুজব ছড়িয়ে রিলিফখোর চক্র পরিস্থিতিকে ঘোলাটে করে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিরপুর-১২ এর কুর্মিটোলা বিহারী ক্যাম্পের ক্ষতিগ্রস্থ প্রায় ৫০০ পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে নতুন ঘর বানিয়ে সেখানে পূণর্বাসন করেছে- যা এখনও চলমান। তবে আজও বিগত ২০১৪ সালের সংঘঠিত কালশী হত্যাকান্ডের বিচার হয়নি, বিহারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাও তুলে নেয়া হয়নি। সমাবেশে প্রধান অতিথি থাকবেন- ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব জননেতা নেয়াজ আহমদ খান।