• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বিশ্ব সুন্দরী মাতালেন এমির লাল গালিচা


প্রকাশিত: ৬:০৪ পিএম, ২০ সেপ্টেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৩৫ বার

 

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????বিনোদন রিপোর্টার : সিনেমা দুনিয়ায় প্রিয়াঙ্কা চোপড়ার সফলতা যেন আরো উজ্জ্বল হচ্ছে। পদকও মিলছে বেশ। কিছুদিন আগে প্রিয়াঙ্কা পেলেন হলিউড রয়্যাল ট্যাগের সম্মান। এবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে ৬৮তম এমি পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপস্থাপনায় লাল স্কারলেট গাউন পরা প্রিয়াঙ্কা রীতিমতো ঝড় তোলেন।

5এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয়াঙ্কার এমি অভিষেক হলো। অস্কারের প্রায় সমতুল্য পুরস্কার এমির আসরে প্রথমে এসেই প্রেজেন্টারের ভূমিকায় অবতীর্ণ হন প্রিয়াঙ্কা চোপড়া। জনপ্রিয় অভিনেতা টম হিডলস্টোনের সঙ্গে এমির মঞ্চকে রাঙ্গিয়ে তোলেন তিনি।

৩৪ বছর বয়সী এ লাস্যময়ী অভিনেত্রী ছাড়াও এবার এমির প্রেজেন্টারের ভূমিকায় ছিলেন অ্যান্ডি স্যামবার্গ, আজিজ আনসারি, তারাজি পি হেনসন, ল্যারি ডেভিড, ক্লেয়ার ডেনস, ক্রিস্টেন বেল ও ম্যাট লেব্ল্যাঙ্কের মতো নামীদামি তারকারা। আর উপস্থাপক ছিলেন জিমি কিমেল।

এমনিতেই প্রিয়াঙ্কার বৃহস্পতি এখন তুঙ্গে। বলিউডে ‘বাজিরাও মাস্তানি’র মতো সফল ছবি, ‘কোয়ান্টিকো’র মতো মার্কিন টেলিভিশন ধারাবাহিকে সাফল্য, ‘বেওয়াচ’-এ করে হলিউডে যাত্রা, পিপলস চয়েস অ্যাওয়ার্ড জয়, হলিউডের নিউ রয়্যালের সম্মান, ভারতীয় তারকা হিসেবে ফোর্বসের তালিকায় সর্বোচ্চ স্থানে চলে আসা—এককথায় বলিউড-হলিউড মাতিয়ে বেড়াচ্ছেন সাবেক এই বিশ্বসুন্দরী।