বিশ্বখ্যাত হবে: শেখ হাসিনা স্টেডিয়াম
বিশেষ প্রতিনিধি : শেখ হাসিনা স্টেডিয়াম বদলে দেবে বাংলাদেশ কে। ঢাকার পুর্বাচলে ৩৭.৪৯ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে দেশের এই সর্ববৃহৎ স্টেডিয়াম। আজ শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড মিটিং শেষে স্টেডিয়াম তৈরির বিস্তারিত পরিকল্পনা জানিয়েছেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন।পাপন বলেন, বিশ্বখ্যাত হবে শেখ হাসিনা স্টেডিয়াম; আমরা ৩৭.৪৯ একর জমি পেয়েছি । সেজন্য বোর্ড মিটিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। আগামী তিন বছরের মধ্যে স্টেডিয়ামটি তৈরি হবে।
তিনি বলেন, ‘আমরা ঠিক করেছি এটার জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়ে আন্তর্জাতিকভাবে দরপত্র দিব। বেসিক্যালি ডিজাইন এবং কনসাল্টেন্সির জন্য। তাদের নির্বাচন করার প্রক্রিয়া নিয়ে আলাপ করেছি। বোর্ডের লোক তো থাকবেই, বাইরে থেকেও বিশেষজ্ঞ এই কমিটিতে অন্তর্ভুক্ত করব। আগামী তিন বছরের মধ্যে এই স্টেডিয়ামটা সম্পূর্ণ করতে চাই।’
স্টেডিয়ামের পুরো অর্থ বহন করবে বিসিবি। পাপন বলেন, ‘আমরা নিজেরাই করব, নিজ খরচে করব। যেহেতু আমরা চাচ্ছি স্টেট অব আর্ট স্টেডিয়াম হবে। দেখার মতো একটা জায়গা হবে। এটা ক্যাপাসিটি বেশি হবে। এবং এটার ডিজাইনের কারণে খরচ বেশি হবে। আমরা চাইছি এটা একটা আইকনিক কিছু করব।’
আধুনিক সব ব্যবস্থা থাবে এই স্টেডিয়ামটিতে। বিসিবি সভাপতি আরও বলেন, দর্শক ধারণ ক্ষমতা হবে সর্বনিম্ন ৫০ হাজার। এই স্টেডিয়ামের সঙ্গে একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুমিং পুল, জিমনেশিয়াম যা যা লাগে। সাথে পাঁচ তারকা মানের একটা হোটেলও ওখানে চাচ্ছি।’