• বুধবার , ২৭ নভেম্বর ২০২৪

বিশ্বকাপে কাঁপ ধরাচ্ছে শাওন


প্রকাশিত: ৪:৪৪ পিএম, ২ ফেব্রুয়ারি ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

sস্পোর্টস রিপোর্টার : মাশরাফিরা অধুনা ব্যাপারটা বদলে দিয়েছেন একটু। না হলে বাংলাদেশে খেলা মানেই যে কোনো দলের বছর দেড়েক আগে পর্যš—ও প্রধান কাজ ছিলো একঝাঁক বাঁহাতি স্পিনার সামলানো। সিনিয়র দল স্পিন থেকে পেসে চলে এলেও যুবদল এখনও বেশ স্পিননির্ভরই আছে। আর সেই স্পিনার বাহিনীর অন্যতম সেরা অস্ত্র হয়ে ঠিকই ঝলসাচ্ছেন শাওন গাজী। গতকাল তিনি বলছিলেন, তাদের বোলিং আক্রমণ এতোটাই যে, ২৪০ রানই যে কোনো দলকে আটকানোর জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি। পুরো নাম আসলে সালেহ আহমেদ গাজী; লোকেরা শাওন গাজী বলে ডাকতে পছন্দ করে।

এই বাঁহাতি স্পিনার এই বিশ্বকাপে ২ ম্যাচেই ৫ উইকেট নিয়ে ফেলেছেন। এর মধ্যে গত ম্যাচেই নিয়েছেন ২৭ রানে ৩ উইকেট। ফলে আত্মবিশ্বাসে তিনি যে টগবগ করবেন, তাতে বিস্ময়ের কিছু নেই। সেই আত্মবিশ্বাসী ভঙ্গিতেই কথা বলছিলেন শাওন। টুর্নামেন্টের শুর“ থেকেই বাংলাদেশের কোচ-খেলোয়াড়রা বলে আসছেন, এবারের টুর্নামেন্টে বোলিং বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির দিক। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে বোলারদের ওপর আস্থা আরও বেড়েছে

। নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগেরদিন সোমবার সংবাদ সম্মেলনে সেই আস্থা থাকার কথাই জানালেন শাওন, ‘আমাদের যে বোলিং আক্রমণ, তাতে আমরা আশা করি যে কোনো উইকেটে ২৪০ রান আমাদের জন্য অনেক। যে কোনো উইকেটে, যত ভালো ব্যাটিং উইকেট হোক, আমাদের বিপক্ষে ২৪০ তাড়া করা প্রতিপক্ষ দলের জন্য অনেক কঠিন হবে।’

কাউকে খাটো করতে রাজি নন শাওন। তবে নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে সহজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণ, ‘আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে অন্য কেউ পাত্তা পাবে না। আত্মবিশ্বাস আসে নিজের কাছ থেকেই। আমরা অনেকদিন ধরেই একসঙ্গে আছি। আমরা অনেক ভালো টিম মেট। সবাই ভালো করছি মাঠে, সবমিলিয়েই বিশ্বাস আসে।’

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে ৭ উইকেটে ২৪০ রান করে স্বাগতিকরা। আট বল বাকি থাকতে গত আসরের চ্যাম্পিয়নদের ১৯৭ রানে গুটিয়ে দেন মেহেদি হাসান মিরাজরা। স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ৬ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ। সুপার লিগ নিশ্চিত করার পথে ১১৪ রানের বড় জয় পায় তারা। বোলারদের দাপটে ৪৭.২ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। ফলে পরিসংখ্যানই বলছে, এমন আত্মবিশ্বাসী কথা শাওন বলতেই পারেন।