• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বিশ্বকাপের মান অভিমান ঝেড়ে গাঢ প্রেমে মশগুল ওরা..


প্রকাশিত: ১২:১২ এএম, ৮ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯৬ বার

 

ডেস্ক রিপোর্টার : তবে কি এবার শেষ হল মান অভিমানের পালা? আবার কি এক সঙ্গে বিরুষ্কা? 1বুধবার রাতে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় দু’জনকে ডিনার ডেটে দেখতে পাওয়ার পর থেকেই আরও জোরালো হল জল্পনা। কানা ঘুষোটা শোনা যাচ্ছিল গত কয়েকদিন।

প্রথমে বিরাটের ধুঁয়াধার ইনিংসের প্রশংসা করে অনুষ্কার এসএমএস। তারপরে, অনুষ্কার হয়ে সোশ্যাল মিডিয়ার বিরাটের সেই বিখ্যাত পোস্ট, ইঙ্গিত দিয়েছিল, এখনও সম্ভবত, চোরাটান একই রকম ইনট্যাক্ট। এমনিতে, পুর্নমিলনের কথাটা হাওয়ার ভাসাভাসি করলেও এক সঙ্গে কিন্তু দু’জনের দেখা মিলছিল না।

অনুষ্কা এখন তাঁর আসন্ন দুই ফিল্ম ‘অ্যায় দিল হে মুশকিল’ এবং ‘সুলতান’-এর শুটিং নিয়ে বেজায় ব্যস্ত। অন্যদিকে বিরাট এত দিন ব্যস্ত ছিলেন বিশ্বকাপ নিয়ে। আর এখনতো দরজায় আইপিএল-এর খটখটানি।

তবে, এ বার সম্ভবত নিজেদের জন্য কুড়িয়ে বাড়িয়ে সময় জোগার করেই ফেলেছেন দুই তারকা। আর তারই ঝলক দেখা গেল বান্দ্রার রেস্তোরাঁতেও। দু’জনে রেস্তোরাঁতে আলাদা গাড়িতে এলেও, গেলেন কিন্তু এক গাড়িতেই।