• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বিরাট কোহলি শ্রুতির নয়া ইনিংস


প্রকাশিত: ৯:৪৩ পিএম, ২২ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩০৬ বার

প্রিয়া রহমান  :   অনুষ্কা কি তাহলে অাউট- এ বার কি বিরাটের সঙ্গে শ্রুতি! হাঁ ঘটনাটা ঘটছে koholi-www.jatirkhantha.com.bdতাই-এবার শ্রুতির সঙ্গে নতুন ইনিংস শুরু করছেন বিরাট কোহলী।শিগগির এই ইনিংস নিয়ে শুরু হচ্ছে।

ওদিকে বিরাট-অনুষ্কার প্রেম নাকি ভেঙে গিয়েছে!! তা হলে কিছু দিন আগেই যে দু’জন ডিনারে গেলেন! কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিরাটের টি-শার্টে লেখা একটি লাইন, ‘উই আর অন আ ব্রেক!’

বলিউড থেকে ক্রিকেট দুনিয়াকে একের পর চমক দিয়ে সবাইকে চমকে দিচ্ছেন বিরাট-অনুষ্কা। এ বার সামনে এল বিরাট কোহলির নতুন খবর যা শুনলে হয়তো চমকে যাবেন! বিরাটের সঙ্গে আর নেই অনুষ্কা শর্মা। এ বার তাঁর সঙ্গে শ্রুতি হাসনের নাম জুড়তে চলেছে! তবে তা রিয়েল লাইফে নয়, রিল লাইফে।

আর কিছু দিনের মধ্যেই একটি বিজ্ঞাপনে বিরাট কোহালির সঙ্গে দেখা যাবে শ্রুতি হাসানকে। কিছু দিন আগে পর্যন্ত আমরা বিজ্ঞাপনেও বিরাট-অনুষ্কাকে জুটি হিসেবেই দেখেছি। কিন্তু সম্প্রতি একটি বিজ্ঞাপনের চুক্তিতে বিরাট কোহালির সঙ্গে অনুষ্কা নয় বরং শ্রুতি হাসনের সঙ্গেই চুক্তি সেরে ফেলেছেন বিজ্ঞাপনদাতারা।

শুধু তাই নয় শুটিংয়ের দিনও স্থির হয়ে গিয়েছে। অন্তত এমনটাই দাবি করা হয়েছে বলিউডের একটি মিডিয়া রিপোর্টে। রিপোর্টে আরও বলা হয়েছে, বিরাট-শ্রুতি ছাড়াও এই বিজ্ঞাপনে দেখা যাবে ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্সকেও। এখন শুধু অপেক্ষা, বিরাট-শ্রুতি জুটির নতুন বিজ্ঞাপনটি লাইভ হওয়ার।