• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

বিপিএলে ফের সেই শিনা চৌহান


প্রকাশিত: ৩:২৯ পিএম, ৪ নভেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১২ বার

4স্পোর্টস রিপোর্টার  :  এক মৌসুম বিরতির পর আবারও ফিরছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শিনা চৌহান। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি ২০ টুর্নামেন্টে চ্যানেল নাইনের হয়ে অনুষ্ঠান সঞ্চালনায় দেখা যাবে এই ভারতীয় মডেল ও অভিনেত্রীকে।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এবারের বিপিএল। এর আগে বিপিএলের প্রথম দুই আসরে চ্যানেল নাইনের হয়ে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিনা।

ফেসবুকে অনুভূতি জানাতে গিয়ে শিনা লিখেছেন, ‘আমি খুব আনন্দিত যে, আবারও সুন্দর বাংলাদেশে উড়ে গিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএলে) হোস্ট করার সুযোগ পাচ্ছি। বিশ্বমানের ক্রিকেট দর্শন, বাংলাদেশের মজার মজার খাবার আর মানুষের ভালোবাসা পেতে তর সইছে না আমার। সি ইউ সুন বিপিএল ২০১৬!’

২০১৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শিনা চৌহান। বিপিএলের তৃতীয় আসরে চ্যানেল নাইনের হয়ে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আমব্রিন ও পামেলা। এবার পামেলা বাদ পড়লেও রয়েছেন আমব্রিন। ওয়েবসাইট।