• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

বিজয়ী আতিকুলের সংবাদ সম্মেলন কাল


প্রকাশিত: ১১:২৭ পিএম, ১ মার্চ ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

বিশেষ প্রতিনিধি :  ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র উপ-নির্বাচনে জয়ী আতিকুল ইসলাম শনিবার দুপুরে রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাবে সংবাদ সম্মেলন করবেন। ভোট পরবর্তী প্রতিক্রিয়া, মেয়র হিসেবে কী করবেন তার পরিকল্পনা তুলে ধরবেন। আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন সুমন এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উত্তর সিটির উপ-নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন। আতিকুল ইসলাম ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙল প্রতীকে পেয়ছেন মাত্র ৫২ হাজার ৪২৯ ভোট।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচনে ভোটার ছিলেন ৩০ লাখ ৩৫ হাজার ৫৯৯। বেসরকারি ফল অনুযায়ী, গত পরশুর নির্বাচনে ভোট দেন ৯ লাখ ২৩ হাজার ২৬ জন ভোটার। ৩১ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন উপ-নির্বাচনে। এক তৃতীয়াংশের কম ভোট পড়েছে উপ-নির্বাচনে।

ভোটের দিনে সরেজমিনে দেখা গিয়েছিল, অধিকাংশ কেন্দ্রই ছিল ফাঁকা। আতিকুল ইসলামের চার প্রতিদ্বন্দ্বিরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভোটার কম থাকলেও উপ-নির্বাচনে সহিংসতা ও জালিয়াতির অভিযোগ করেননি কোনো প্রার্থী।২০১৫ সালে মেয়র নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল পেয়েছিলেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট। ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ করে বিএনপি উপ-নির্বাচন বর্জন করেছে।