বিচারহীনতা বন্ধের দাবী জানিয়ে পালিত কালশী অগ্নিকান্ডের ৮ম বার্ষিকী
পল্লবী প্রতিনিধি : বিচারহীনতা বন্ধের দাবী জানিয়ে পালিত হয়েছে কালশী অগ্নিকান্ডের ৮ম বার্ষিকী। গতকাল মঙ্গলবার (১৪.০৬.২০২২) সকাল ১১ ঘটিকায় রাজধানীর মিরপুর- ১১ এর মিল্লাত ক্যাম্প- কাশ্মীরি মহল্লা সড়ক মোহনায় কালশী অগ্নিকান্ডের ৮ম বার্ষিকী পালন করেছে বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদ (বিবিআরএ)। বিবিআরএ পল্লবী থানা শাখা কর্তৃক “কালশীস্থ কুর্মিটোলা ক্যাম্পের অগ্নিকান্ডে নিহত নিরীহ বিহারী, পুলিশের গুলিতে নিহত বিবিআরএ নেতা আজাজ, ক্ষতিগ্রস্থ বিহারী ও মিথ্যা মামলার শিকার বিহারীদের ন্যায়বিচার সুনিশ্চিত করার দাবীতে” অনুষ্ঠিত প্রতিক অনশন ও দোয়া মুনাজাত কর্মসূচীতে প্রধান অতিধি ছিলেন বিবিআরএ এর প্রধান পৃষ্ঠপোষক জননেতা নেয়াজ আহমদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও বিবিআরএ এর পল্লবী থানা শাখার সভাপতি মোঃ শাবান।
প্রধান অতিথি’র বক্তব্যে নেয়াজ আহমদ খান বিহারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন। ২০১৪ সালের ১৪ জুন শবে বরাতের ভোর রাতে ঘুমন্ত বিহারীদের উপর গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করে বিচারের কাঠগোড়ায় দাড় করিয়ে সরকারকে বিচারহীনতার সংস্কৃতি হতে বের হওয়া প্রমাণ করতে হবে। পুলিশের গুলিতে নিহত শহিদ আজাজ এর দু’ ইয়াতিম শিশু পুত্রের শিক্ষা ও পূণর্বাসনের ব্যবস্থা না করায় বিবিআরএ এর প্রধান সরকারের কঠোর সমালোচনা করেছেন। প্রধান অতিধি নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্পে গভীর রাতে পুলিশি হানা বন্ধের আহবান জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।
সভায় বক্তাগণ অগ্নিকান্ডের তদন্ত রিপোর্ট প্রকাশ ও বিহারী ক্যাম্পের পিছিয়ে পড়া বাসিন্দাগণের বাস্তবচিত্র তুলে ধরে পুস্তিকা প্রকাশ করে তা রাজধানীর পুলিশ কর্তকর্তাদের মাঝে বিতরণ করার দাবী জানিয়েছেন। বড় বড় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের পরিবর্তে ডিএমপি’র পল্লবী, মোহাম্মাদপুর ও আদাবর থানার চুনি-পুটি মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে বিস্ময় প্রকাশ করেছেন বিহারী নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিবিআরএ এর ৩ নং ওয়ার্ড এর সেক্রেটারী আবরার আলী মনা।প্রতীক অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিহারী নেতা শেখ আলী ঈমাম পাপ্পু, রিয়াজউদ্দীন মুকুল, সাঈদ আহমদ দৌলত, মহিলা নেত্রী আসমা বেগম, মোঃ আনিসুর রহমান বেচু, আরমান দিল্লিওয়ালা, মোহাম্মদ মুরাদ প্রমুখ।