• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বিগ বসের ঘরে এবার সাকিব


প্রকাশিত: ১১:৪৬ পিএম, ২৭ এপ্রিল ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

 

মীরা নায়ার : বিগ বসের ঘরে নাইটদের চারমূর্তি। (বাঁদিক থেকে) উমেশ যাদব, সূর্যকুমার যাদব, Big boss sakib-www.jatirkhantha.com.bdজেসন হোল্ডার ও সাকিব আল হাসান। মুম্বইয়ের অদূরে বিগ বসের (বাংলা) ঘরে চার নাইট তারকা যেমন ক্রিকেট খেললেন, তেমনই রিয়্যালিটি টিভি শোয়ের প্রতিযোগীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচলেন ও আড্ডা মারলেন চুটিয়ে।

এক দিনের এই অভিজ্ঞতা নিয়ে সাকিব বললেন, ‘‘একেবারে নতুন রকমের একটা অভিজ্ঞতা হল এখানে এসে।’’ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁরা এরকমই ভাল মেজাজে।