• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

বিএনপি সন্ত্রাসের পাঁয়তারা শুরু করেছে-কাদের


প্রকাশিত: ৬:৪৭ পিএম, ২ ডিসেম্বর ২২ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

স্টাফ রিপোর্টার : ১০ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে, বিএনপি সন্ত্রাসের পাঁয়তারা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর ছাত্রলীগের সম্মেলনে এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও আগুন সন্ত্রাস করলে যথাযথ জবাব দেয়া হবে। সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশেই সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ কর্মীরা।

বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে আর এজন্য দুবাই থেকে অর্থ আসছে বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন,অর্থপাচারকারীদের বিষয়ে খবর নেওয়া হচ্ছে।বিএনপি নয়া পল্টনের সমাবেশের মাধ্যমে রাস্তা অবরোধ করে জনগণের দুর্ভোগ তৈরি করতে চায় বলে মন্তব্য তার।সুষ্ঠুভাবে ১০ ডিসেম্বরের সমাবেশ আয়োজনের সুযোগ দিতে ছাত্রলীগের সম্মেলনের তারিখ বদলানোর কথাও উল্লেখ করেন ওবায়দুল কাদের।