• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

বিএনপির ভোট মুখ্য নয়-উদ্দেশ্য ভিন্ন!


প্রকাশিত: ৮:০৪ পিএম, ২৯ নভেম্বর ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৯৩ বার

স্টাফ রিপোর্টার : বিএনপি তাদের সাজাপ্রাপ্ত নেত্রীকে মুক্তও করতে পারেনি, নির্বাচনেও আনতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘তাদের দুর্নীতিগ্রস্ত নেতা তারেককেও দেশে আনতে পারছে না। এবার নির্বাচনে না এলে গতবারের ভুলের পুনরাবৃত্তি হবে। এরকম ভঙুর অবস্থায় দ্বিধান্বিত বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার ভিন্ন উদ্দেশ্য রয়েছে।’

মেনন বলেন, ‘এখন তারা (বিএনপি) যেকোনো একটা ইস্যু বের করার অপেক্ষায় রয়েছে। নির্বাচন তাদের কাছে এখন মুখ্য নয়, নির্বাচন ভন্ডুল করাই তাদের এখন প্রধান লক্ষ্য। তারা এখন নির্বাচন নষ্ট করে সরকার পতনের ডাক দেবার অজুহাত খুঁজছে। সুতরাং বিএনপির এই কুট কৌশল থেকে দেশবাসীকে সর্বদা সতর্ক থাকতে হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন : বর্তমান প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন।সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে মেনন আরও বলেন, ‘জামাতকে জায়েজ করতেই বিএনপি ড. কামাল, রব, কাদের সিদ্দিকীদের হাতে ধানের শীষের বোঝা তুলে দিয়েছে। এখন জামায়াত ও এ সকল জ্ঞানপাপীরা একাকার হয়ে গেছে। যুদ্ধাপরাধীদের দল জামাতের সঙ্গে সঙ্গে এদেরকেও আমাদের প্রতিরোধ করতে হবে।’

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. খবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী এম কে এম এ হামিদ প্রমুখ।