• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

‘বিএনপিকে কী করে নির্বাচনে আনবেন সে চেষ্টা করুন’


প্রকাশিত: ৩:০৪ পিএম, ২০ এপ্রিল ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩৮ বার

স্টাফ রিপোর্টার :  ‘বিএনপি অংশ না নিলেও নির্বাচন হবে’- স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিমের এমন bnpবক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে ছাড়া এদেশে নির্বাচন হবে না। বিএনপিকে কী করে নির্বাচনে আনবেন সে চেষ্টা করুন।বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ সব গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের প্রতি পদে পদে আটকে রাখবেন, বাধা দেবেন, আবার বলবেন নির্বাচনে যান। এসব হবে না। আমরা পরিষ্কার করে বলেছি, নিরপেক্ষ সরকারের অধীনে (যিনি নির্বাচনকালীন কোনো সুবিধা নেবেন না) এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। অন্যথায় কোনো নির্বাচন হবে না।

নিখোঁজ থাকা বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব বলেন, আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। পাঁচ বছর হয়ে গেছে আমরা ইলিয়াস আলীর খবর পাইনি। হয়তো সে ফিরে আসবে, সেই আশায় এখনও তার পরিবার অপেক্ষা করছে। যারা এই অপরাধে যুক্ত তারা ক্ষমা পাওয়ার নয়। ভবিষ্যতে এদের বিচার করা হবে।