বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত
মেডিকেল রিপোর্টার : রাজধানীর বাড্ডার আফতাবনগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। শুক্রবার ভোরে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঠিক কখন তারা মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জাতিরকন্ঠকে বলেন, ভোরের দিকে আফতাবনগরের শেষ মাথায় ওই ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পক্ষ থেকে জানানো হয়। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বাড্ডা থানার এসআই আবদুল কাদের ওই দুই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।