• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

বাড্ডায় আ’লীগ নেতা গুলিতে নিহত


প্রকাশিত: ৩:৫৩ পিএম, ১৫ জুন ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫৭ বার

badda al marder-www.jatirkhantha.com.bd
স্টাফ রিপোর্টার  :  প্রকাশ্য দিবালোকে বহু লোকজনের সামনে রাজধানীর বাড্ডায় মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার পর সন্ত্রাসীদের গুলিতে ফরহাদ অালী (৪৫) নামে অাওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহত ফরহাদ অালী বাড্ডা ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অাজ শুক্রবার দুপুরে বাড্ডার অালীর মোড়ে একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের দুইটি গুলি তার শরীরে লাগে। ঘটনাস্থলে তিনি নিহত হন।