• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

বাংলার মানুষ-সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করে-মঈন


প্রকাশিত: ২:১৮ পিএম, ১৪ মার্চ ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৫ বার

mm

স্টাফ রিপোর্টার :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ অন্যায় করে না। কিন্তু সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে। বাংলাদেশের মানুষ আইন মেনে নিয়েছে কিন্তু কালো আইন মেনে নেয়নি।’

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ আয়োজিত ‘নাগরিকের নিরাপত্তা ও নাগরিকত্ব আইন’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ চিরকাল তাদের স্বাধীনতা অধিকারের জন্য সংগ্রাম করে নিজেদের ন্যায় বিচার ও অধিকার আদায় করেছে। বাংলাদেশের মানুষকে মিথ্যা দিয়ে, হুমকি দিয়ে, কালো আইন দিয়ে দমিয়ে রাখা যাবে না।

নতুন আইনের দ্বারা কিছু লোক ফায়দা লুটতে চায় মন্তব্য করে তিনি বলেন, ‘নতুন আইন প্রণয়নের মাধ্যমে এক শ্রেণির মানুষ এ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। নিজেদের সম্পদ বাড়িয়ে সুযোগ সুবিধা ভোগ করতে চায়।’

বিএনপির সাবেক মন্ত্রী সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ বিএনপির নেতা কর্মীরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।