বাংলাদেশ হবে প্রাচ্য পাশ্চাত্যের সেতু বন্ধন: শেখ হাসিনা
বিশেষ প্রতিনিধি : বিগত যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশে ব্যাবসার পরিবেশ ভালো উল্লেখ করে দেশি-বিদেশি ব্যাবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হয়ে গড়ে ওঠারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় স্মার্ট বাংলাদেশ নির্মাণে দূর্বার যাত্রায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা।
বিনিয়োগ কার্যক্রম সহজ করতে ১ একর জমিতে ১৯৮ কোটি টাকা ব্যায়ে নির্মাণ হলো ১২ তলা ভবন। একই ভবনে মিলবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি এর সেবা। সকালে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন ভবনের বিভিন্ন ফ্লোর। এ সময় উপস্থিত ব্যাবসায়ীদের উদ্দ্যেশে প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থান কাজে লাগাতে হবে। বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন।
শেখ হাসিনা বলেন, আমি এটুকু বলবো সবাই বিনিয়োগ করুন এতে নিজেরাও লাভবান হবেন আবার আমার দেশটাও লাভবান হবে। আমাদের রপ্তানি বাস্কেট বাড়াতে হবে। কিছু নতুন নতুন পণ্য এবং বাজার আমাদের খুঁজে বের করতে হবে। সেটাই হচ্ছে সবথেকে বড় কথা, কাজেই দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশ আরো উন্নত হোক, ২০৪১ সালের মধ্যে আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে।
দেশের তরুণদের উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার তাগিদ দিয়ে দেশের খাদ্য ও কৃষি উৎপাদন ও প্রক্রিয়ায় গুরুত্ব দিতে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুন্ন রাখতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করেন প্রধানমন্ত্রী।