• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ মানবাধিকার কমিশন বিএইচআরসি’র সোনারগাঁ আঞ্চলিক শাখা কমিটি অনুমোদন


প্রকাশিত: ১:০২ পিএম, ১৭ মে ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

স্টাফ রিপোটার : বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) এর সোনারগাঁ আঞ্চলিক শাখা

বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সোনারগাঁ আঞ্চলিক শাখার সভাপতি কোহিনূর ইসলাম রুমার নেতৃত্বে একদল মানবাধিকার কর্মী- জাতিরকন্ঠ
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সোনারগাঁ আঞ্চলিক শাখার সভাপতি কোহিনূর ইসলাম রুমার নেতৃত্বে একদল মানবাধিকার কর্মী- জাতিরকন্ঠ

কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কোহিনূর ইসলাম রুমা কে সভাপতি ও নুরুন নাহার (রীতা) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সোনারগাঁ আঞ্চলিক শাখায়  ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে বিএইচআরসি।

কমিটি গঠনের প্রেক্ষাপটে সোনারগাঁ আঞ্চলিক শাখার সভাপতি কোহিনূর ইসলাম রুমার নেতৃত্বে একদল মানবাধিকার কর্মী সংস্থাটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বিএইচআরসি সদর দপ্তরের সহকারী পরিচালক জাহানারা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. নায়েম তালুকদার, সোনারগাঁ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নুরুন নাহার (সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর), সুরিয়া বেগম সাংগঠনিক সম্পাদক, আনোয়ারা সহ-সাংগঠনিক সম্পাদক, সেনিলা হক, অর্থ সম্পাদক এবং হোনেস আরা, নির্বাহী সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।