বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ডাকাতি করেছে সনি পিকচার্স ও পিয়ংইয়ং
ডেস্ক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ডাকাতি করেছে সনি পিকচার্স ও পিয়ংইয়ং । বাংলাদেশের রির্জাভ হ্যাংকিংয়ের (চুরির) নেপথ্যের ঘটনা নিয়ে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সাইবার গোয়েন্দা সংস্থা ‘এনএসএ’ উপ পরিচালক রিক লিজেট।তিনি বলেছেন, বাংলাদেশের এই হ্যাকিংয়ের নেপথ্যে ছিল উত্তর কোরিয়ার হ্যাকাররা।লিজেট দৃশ্যত ওই হ্যাকিংয়ের জন্য উত্তর কোরিয়াকেই দায়ী করেছেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ ম্যাগাজিন ফরেন পলিসি।
এনএসএ সাইবার তৎপরতা ও নজরদারিতে আমেরিকার শীর্ষ গোয়েন্দা সংস্থা। উত্তর কোরিয়ার সাইবার তৎপরতা সম্পর্কে এনএসএ’র জানাশোনা বেসরকারি সংস্থাগুলোর চেয়ে অনেক বেশি বলে মন্তব্য করে ফরেন পলিসি।
এতে বলা হয়, লিজেট অবশ্য বাংলাদেশ ব্যাংক ডাকাতি সম্পর্কে এনএসএ’র সংগৃহীত কোনো তথ্য-প্রমাণের কথা উল্লেখ করা থেকে সতর্কভাবে বিরত থেকেছেন। এ কারণেই লিজেটের মন্তব্যকে সরাসরি আমেরিকার সরকারি বিবৃতি বলা যাচ্ছে না।
ফরেন পলিসি খবরে বলা হয়, এরপরও এনএসএ-তে ৩০ বছর ধরে কর্মরত লিজেটের এ মন্তব্যের গ্রহণযোগ্যতা রয়েছে। আর এনএসএ লিজেটের এ মন্তব্যের পর অতিরিক্ত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রির্জাভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হ্যাংকিংয়ের মাধ্যমে চুরি করে নেয় আন্তর্জাতিক হ্যাংকিং গ্রুপ। এরমধ্যে কিছু অর্থ উদ্ধার করা গেছে। এ নিয়ে বিশ্বের ব্যাংকিং খাতে তোলপার সৃষ্টি হয়েছে। পাশাপাশি উদ্বেগ দেখা দেয় আর্থিক খাতের নিরাপত্তা নিয়েও।
এ ঘটনার পর অনেক নিরাপত্তা প্রতিষ্ঠান উত্তর কোরিয়ার দিকে আঙ্গল তুলেছে। অবশ্য অনেক বিশেষজ্ঞ এতে দ্বিমত পোষণ করেছেন।মঙ্গলবার ওয়াশিংটনে আসপেন ইন্সটিটিউট গোলটেবিল বৈঠকে অনুষ্ঠিত হয়।
সেখানে এনএসএ উপ পরিচালক রিক লিজেট বলেন, বেসরকারি অনেক গবেষক বাংলাদেশের রির্জাভ হ্যাকিংয়ের সঙ্গে ২০১৪ সালের সনি পিকচার্স হ্যাকিংয়ের যোগসূত্র থাকার কথা বলেছেন। সনি পিকচার্স হ্যাকিংয়ের পেছনে পিয়ংইয়ং-এর হাত রয়েছে বলে জোরেসোরেই দাবি করেছিল যুক্তরাষ্ট্রও।
লিজেট বলেন, সনি হ্যাকিং ও বাংলাদেশ ব্যাংক হ্যাকিংয়ের নেপথ্যের হ্যাকারদের মধ্যকার ওই যোগসূত্রের দাবি যদি সত্য হয়, তার অর্থ হলো- একটি দেশ বিশ্বজুড়ে ব্যাংক ডাকাতি করে বেড়াচ্ছে। এটা বেশ বড় একটি বিষয়।
ওই অনুষ্ঠানের মডারেটর ছিলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল জন কার্লিন। তিনি রিক লিজেটের এই মন্তব্যের প্রায় সঙ্গে সঙ্গেই প্রশ্ন করেন, ‘আপনি কি বিশ্বাস করেন যে, কোনো দেশ আসলে ব্যাংক ডাকাতি করছে?’ জবাবে লিজেট বলেন, ‘হ্যাঁ, আমি বিশ্বাস করি।’