• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলেন অমিকন গ্রুপ চেয়ারম্যান ইঞ্জি.মেহেদী


প্রকাশিত: ৮:২৯ পিএম, ৮ সেপ্টেম্বর ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৭৫ বার

বক্তব্য রাখছেন বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯ পুরস্কারপ্রাপ্ত অমিকন গ্রুপ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৯ পুরস্কার পেলেন অমিকন গ্রুপ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। ভারত ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস ও সিএমও এশিয়া যৌথভাবে রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ রোববার সকালে তাঁকে এই পুরস্কার প্রদান করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমও এশিয়ার নির্বাহী পরিচালক অলক পণ্ডিত, ওয়ার্ল্ড সিএসআর ডে অ্যান্ড ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটির প্রতিষ্ঠাতা আর এল ভাটিয়াসহ বাংলাদেশের বিভিন্ন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সিইও নারী উদ্যোক্তা, উর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক বৃন্দ।

বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্তি উপলক্ষ্যে অমিকন গ্রুপ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, মিডিয়া পাবলিকেশন্স ও প্রিন্টিং সেক্টরে বাংলাদেশকে এগিয়ে নিতে তিনি কাজ করছেন। এজন্য ‘বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পুরস্কার’ তাঁর কর্মতৎপরতা কে আরো উৎসাহিত করবে। ভবিষ্যত বাংলাদেশে তিনি প্রিন্টিং সেক্টর কে রফতানিমুখী শিল্পে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রিন্টিং সেক্টর থেকে বিলিয়ন ডলার অর্জন করার লক্ষ্যে অমিকন গ্রুপ কাজ করে যাচ্ছে বলেও জানান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে প্রথম আলো ডিজিটাল, অগ্রণী ব্যাংক, রবি, রেডিসন ব্লু, সোনারগাঁও হোটেল, নোভারটিস বাংলাদেশ, এমজিএইচ গ্রুপ, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট, রিজেন্ট এয়ারওয়েজ, ফেডএক্স, আকিজ গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, কনকর্ড গ্রুপ, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ইগলু, পেনিনসুলা হোটেল, কুমারিকা, শারমিন গ্রুপ, আনোয়ার গ্রুপ অব কোম্পানিজ, আউটবক্স, মার্কস অ্যান্ড স্পেন্সারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।