• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের প্রায় সকল লঞ্চ লাইফ জ্যাকেট ছাড়াই চলছে


প্রকাশিত: ৭:৫১ পিএম, ২২ ফেব্রুয়ারি ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৪ বার

llllllllllllllllllllllllllllশফিক আজিজ.ঢাকা:  ঘাতক কার্গো জাহাজ এমভি নার্গিস এর ধাক্কায় এম ভি মোস্তফার ৩৩ যাত্রীর সলিল সমাধির পর জানা গেছে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে বাংলাদেশের প্রায় সকল লঞ্চ।

কোন লঞ্চে লাইফ জ্যাকেট না থাকলেও সেগুলোর লাইসেন্স দেয়া হচ্ছে। লঞ্চে লাইফ জ্যাকেট না থাকায় ইতিপূর্বে একাধিক নৌ দূর্ঘটনায় বহু প্রানহাণির ঘটনা ঘটলেও সংশ্লিষ্ঠ মন্ত্রণালয় রহস্যজনক কারণে এখনো উদাসিন। সমুদ্র পরিবহন অধিদফতর সূত্র জানায়, ইতিপূর্বে তাঁরা নৌযান সমূহে লাইফ জ্যাকেট রাখার বাধ্যবাধকতা নির্দিষ্ঠ করলেও মালিকদের চাপে তাঁরা পারেননি।
Cdre_M_Z_Bhuiyan
তবে সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া জাতিরকন্ঠকে জানান, সমুদ্রগামী জাহাজে লাইফ জ্যাকেট রয়েছে, কিন্তু লঞ্চে লাইফ জ্যাকেট নেই।লঞ্চে রাখা হয় ‘লাইফ বয়’। এটাকে অনেকে বয়া বলে।

দেশের সব লঞ্চে কিভাবে লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক করা যায় সে    বিষয়ে তিনি মন্ত্রণালয়ে কথা বলবেন। তিনি আরও জানান, লঞ্চ সমূহে লাইফ জ্যাকেট রাখা হলে আকস্মিক নৌ দূর্ঘটনায় প্রাণহানি কমতো।