• বুধবার , ২৭ নভেম্বর ২০২৪

বহুজাতিক প্রতিষ্ঠান কোকো-কোলার কর্মকর্তা জঙ্গিগোষ্ঠী আইএস সদস্য


প্রকাশিত: ২:২৪ পিএম, ২৬ মে ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৫৯ বার

1432535640-400x224এস রহমান.ঢাকা: সম্প্রতি আটক হওয়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একজন সদস্য বহুজাতিক প্রতিষ্ঠান কোকো-কোলার কর্মকর্তা বলে জানা গেছে। এছাড়াও আমিনুল ইসলাম বেগ (৩৮) নামের ঐ ব্যক্তি বাংলাদেশে আইএসের সমন্বয়কারী হিসেবেও কাজ করতেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ফোনে নিউইয়র্কভিত্তিক ব্লুমবার্গকে জােিয়ছেন, আমিনুল ইসলাম বেগ এর আগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক সমন্বয়কারী ছিলেন। আটক আরেকজন ঢাকার স্কুলে শিক্ষকতা করতেন।

আর গোয়েন্দা সূত্র বলছে, আটক দুজন বাংলাদেশের ২৫ ছাত্রকে আইএসে যোগ দেওয়ার চক্রান্ত করছিলেন।

কোকা-কোলার স্থানীয় বোতলজাত কোম্পানি ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড ইমেইলের পাঠানোর বিবৃতিতে বিষয়টি ব্লুমবার্গকে নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, যখন দরকার হবে তখনই আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কোকো-কোলা কর্তৃপক্ষ সহায়তা করবে।

ঢাকার গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শেখ নাজমুল আলমের বরাত দিয়ে অস্ট্রেলিয়াভিত্তিক সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, আটক আমিনুল ইসলাম একটি বহুজাতিক কোম্পানির (ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড) আইটি প্রধান ছিলেন। তিনি জঙ্গিগোষ্ঠী আইএসের আঞ্চলিক সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের এক সূত্রের বরাত দিয়ে সিডনি হেরাল্ড মর্নিং জানায়, তিনি কোম্পানির আইটি প্রধান ছিলেন। বেশ কয়েকদিন তিনি কর্মস্থলে ছিলেন না।

উল্লেখ্য রোববার রাতে ঢাকায় আইএস জঙ্গি সন্দেহে দুজনকে আটক গোয়েন্দা পুলিশ। এ মুহূর্তে তারা তিন দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন।