বসুন্ধরা সিটির জুয়েলারি পার্কে ২০০ দোকান বিক্রি চলছে
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) উদ্যোগে রাজধানীতে আলোর মুখ দেখছে সবিশেষ এক জুয়েলারি পার্ক। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ৭-এ গড়ে তোলা হচ্ছে বাজুস জুয়েলারি পার্ক নামের এই স্বর্ণবাজার। যেখানে মিলবে আকর্ষণীয় ও অত্যাধুনিক ডিজাইনের গহনার সমাহার।
বাজুস জানায়, স্বর্ণ ব্যবসায়ীদের জন্য তারা নিয়ে এসেছে বিশেষ সুবিধায় ৩০০ বর্গফুটের দোকান ক্রয়ের সুযোগ। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি চলছে ২০০ দোকান।
জুয়েলারি শোরুম করার জন্য আগ্রহী ব্যবসায়ীদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ১৯-এ অথবা ০১৭১২৩৯২৪০৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।