• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের বড় বোনের ইন্তেকাল


প্রকাশিত: ৩:৩৫ এএম, ১৮ মে ২৩ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৯ বার

ডেস্ক রিপোর্ট : বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বড় বোন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক মরহুম ফজলুর রহমানের স্ত্রী আক্তারি রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আক্তারি রহমান দুই ছেলে (ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও রেজাউর রহমান), দুই ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
বৃহস্পতিবার বাদ জোহর বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টার মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বসুন্ধরা গ্রুপের পারিবারিক কবরস্থানে (এন ব্লক) দাফন করা হবে।