• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

বরিশালে দুঃসাহসিক ছিনতাই-জুয়েলার্স মালিককে গুলি করে ১০০ভরি স্বর্ণ লুট


প্রকাশিত: ৩:২৭ এএম, ২ মার্চ ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭৭ বার

বরিশাল.জেলা প্রতিনিধি  :  নগরীর দ্বীনবন্ধু সেন রোডস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে মঙ্গলবার রাত ১০ টায় এক dজুয়েলার্স মালিককে গুলি করে একশ ভরি স্বর্নালংকর ছিনতাই করে নিয়ে গেছে দুর্বত্তরা। এ সময় মিরাজুল হক (৩০) নামক এক ব্যক্তির পায়ে গুলি করে ছিনতাইকারীরা। মিরাজুল হক জুয়েলার্সের মালিক। তাকে  শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মিরাজুল হক জাতিরকন্ঠকে জানান, নগরীর কাটপট্টিস্থ নিজেদের হক জুয়েলার্স বন্ধ করে তিনি ও তার ভাই সিরাজুল হক প্রায় ১শ ভরি স্বর্ণ ভর্তি ব্রিফকেস হাতে নিয়ে একটি অটো রিক্সাযোগে দীনবন্ধু সেন রোডস্থ  বাড়ীর (হক ম্যানশন) উদেশ্যে রওনা দেয়।

রাত সাড়ে ১০ টার দিকে ওই সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে এলে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে আটোরিক্সাটির গতি রোধ করে। পরক্ষণে আরো একটি মোটরসাইকেলে আরও তিনজন এসে অটোরিক্সার চাকায় গুলি করে। এরপর মিরাজুল হকের হাতে থাকা স্বর্ণ ভর্তি ব্রিফকেস নিয়ে টানা-হেচড়া শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায় ছিনতাইকারীরা মিরাজুল হকের ডান পায়ে গুলি করে ব্রিফকেসটি নিয়ে পালিয়ে যায়।

পরে দুই ভাইয়ের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে। তাদের প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল ও পরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সৌরভ সুতার জানান, মিরাজুল হকের পা তাৎক্ষনিক এক্স-রে করে ডান পায়ের হাটুর নিচে গুলি দেখা গেছে। তাই জরুরী ভিত্তিতে অপারেশন করা হচ্ছে।
ঘটনার পর পুলিশ নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করেছে।

পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফ জানান, ঘটনার পর থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে এলার্ড ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে পুলিশ তল্লাসী চালাচ্ছে। সন্দেহভাজন এলাকা গুলোতে পুলিশ অভিযান শুরু করেছে।