• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

বগুড়ায় জোড়া লাগানো কন্যা শিশু ২টি মারা গেছে


প্রকাশিত: ১১:৫৮ এএম, ৯ এপ্রিল ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

বগুড়া জেলা প্রতিনিধি  : বগুড়া ইসলামী হাসপাতালে জন্ম নেয়া জোড়া কন্যা শিশু দুটি মারা গেছে। bogra 2child pic-www.jatirkhsantha.com.bdইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন।শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিশু দু’টির মৃত্যু হয়েছে।

ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম রেজা ও মেডিকেলে অফিসার ডা: আশরাফ আলী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার বিকেল পৌনে ৬টায় ইসলামী হাসপাতালে সফল অপারেশনের মাধ্যমে এক হৃৎপিন্ড বিশিষ্ট জোড়া কন্যা শিশুর জন্ম হয়।