• সোমবার , ১৩ জানুয়ারী ২০২৫

ফ্লাক্স মার্কায় সবাই ভোট দিন-চরমোনাই পীর-আল্লাভিরু মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর পক্ষে বঙ্গবাজারে গনজোয়ার-মিছিল


প্রকাশিত: ৯:১৪ পিএম, ২২ এপ্রিল ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩০৭ বার

chormonai pir on bongobazer-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার.ঢাকা: ঢাকা সিটি দক্ষিণের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের নির্বাচনী প্রচারনায় এবার জোয়ার এসেছে। বুধবার আল্লাভিরু মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর পক্ষে বঙ্গবাজারে গনজোয়ার-মিছিল হয়েছে।সর্বস্তরের মানুষ যোগ দিচ্ছেন আলহাজ্ব আব্দুর রহমানের নির্বাচনী প্রচারনা ও পথ সভা সমূহে। পথসভা সমূহে এলাকার ভোটারদের আলহাজ্ব আব্দুর রহমানের পক্ষে তাঁর লিফলেট বিলি করতে দেখা গেছে।

মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের পক্ষে ভোhhhh----4টারদের এমন সহানুভূতি সম্পর্কে ভোটারদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা জাতিরকন্ঠ প্রতিবেদককে জানান, এবার সৎ লোকের পক্ষে জোয়ার এসেছে, তাই আমরা আল্লাভিরু লোককে নির্বাচিত করতে চাই। মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী তিনি সৎ যোগ্য এবং আল্লাভিরু লোক তাই তাঁর পক্ষে কাজ করছি।

মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের নির্বাচনী এলাকা বঙ্গবাজারে বুধবার গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম। এ সময় তিনি কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।

hhhhh-2---2মুফতী ফয়জুল করীম বলেন, সিটি নির্বাচনে ঈমান পরীক্ষার সুযোগ এসেছে। সৎ ও আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে না পারলে ঢাকার উন্নয়ন হবে না। তিনি আলহাজ্ব আব্দুর রহমানকে ঢাকাবাসীর কাছে পেশ করে বলেন, এই সৎ ও আল্লাহভীরুদেরকে নির্বাচিত করতে ব্যর্থ হলে আমাদেরকেই খেসারত দিতে হবে। তিনি ঢাকার সর্বস্তরের জনতাকে ফ্লাক্স মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

hhhhh----33গণসংযোগকালে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনতার মাঝে এক নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়। রাস্তার দুপাশে সাধারণ মানুষ গণসংযোগে থাকা মুফতী ফয়জুল করীম, মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানকে দুহাত নেড়ে অভিভাদন জানান। গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাড়াও বিশিষ্ট ওলামায়ে কেরাম ও রাজনৈতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।