• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

ফোনে ঝগড়াঝাটি অতঃপর ৩ লাশ


প্রকাশিত: ৪:০৬ এএম, ১৩ ডিসেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

 
ফেনী প্রতিনিধি : ফেনী শহরের পশ্চিম উকিলপাড়া থেকে দুই সন্তান ও তাদের মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাতে নিজ fবাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো ইতালি প্রবাসী তারেক আহম্মদের স্ত্রী মোরশেদা আক্তার মুক্তা (২৬), তাঁদের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী তসলিমা আক্তার মাহি (৮) ও মাহিম (৪)। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মর্জিনার স্বামী তারেক ইতালি থেকে আজ সন্ধ্যায় মর্জিনার ভাই আনোয়ারকে ফোন দেন। ফোনে তিনি জানান, মর্জিনার সঙ্গে তাঁর টেলিফোনে কথাকাটাকাটি হয়েছে। এখন মর্জিনার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। দ্রুত বাসায় গিয়ে দেখার অনুরোধ জানান তিনি।

আনোয়ার বোনের বাসায় গিয়ে দেখতে পান, দরজা ভেতর থেকে বন্ধ। তখন তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায়, বিছানায় শোয়া অবস্থায় দুই সন্তানসহ মর্জিনার লাশ। মর্জিনার আরেক ভাই মাসুম জানান, পারিবারিক কলহের কারণে তাঁর বোন সন্তান নিয়ে আত্মহত্যা করেছেন।

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদ খান জানান, পশ্চিম উকিলপাড়ার বক্তেয়ার ভূইয়া বাড়ির আবদুর রব ভূইয়া নিবাসের দোতলা ভবনের নিচতলা থেকে এই তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুই শিশুর গলায় তার পেঁচানো ছিল এবং মায়ের গলায় গামছা পেঁচানো ছিল।