• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

ফের শনির কবলে সালমান খান


প্রকাশিত: ১:০০ পিএম, ২০ ফেব্রুয়ারি ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

salman khan-www.jatirkhantha.com.bdনীপা খন্দকার  : হিট অ্যান্ড রান-ফের শনির কবলে সালমান খান।  গাড়িচাপা মামলায় সালমান খানকে নোটিশ পাঠিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ২০০২ সালের ওই মামলায় গত বছর তাকে বেকসুর খালাস করেছিল বম্বে হাইকোর্ট।হাইকোর্টের দেয়া অব্যাহতিকে চ্যালেঞ্জ করে মহারাষ্ট্র সরকারের এক আবেদনের প্রেক্ষিতে ওই নোটিশ পাঠানো হয়েছে সালমানকে।

দ্যা হিন্দু এক খবরে জানিয়েছে, গত বছর সালমানকে বেকসুর খালাস দেয়া হলে ওই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মহারাষ্ট্র সরকার। ওই আবেদনের প্রেক্ষিতেই বৃহস্পতিবার বিচারপতি জে এস কেহর এবং বিচারপতি সি নাগাপ্পনের বেঞ্চ সালমানকে নোটিশ পাঠিয়েছে।

হাইকোর্ট কেন সালমানকে মুক্তি দিয়েছে এবং কেন ওই রায় খারিজ করা যাবে না, নোটিশে সে বিষয়ে অভিনেতার মতামত জানতে চাওয়া হয়েছে। ছ’সপ্তাহের মধ্যে সালমানকে জবাব দিতে হবে।