• মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫

ফের বিমানের টয়লেটে ২৩ কেজি সোনা


প্রকাশিত: ৮:২৯ পিএম, ৮ এপ্রিল ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০০ বার

 

চট্টগ্রাম প্রতিনিধি : ফের বিমানের টয়লেটে মিলেছে ২৩ কেজি সোনা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তল্লাশি করে ২৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।এ ঘটনায় জড়িত সন্দেহে বিমানের দুই কর্মচারীকে আটক করা হয়েছে। সোমবার সকালে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটির টয়লেটে তল্লাশি চালিয়ে স্বর্ণবারগুলো উদ্ধার করেন।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-কমিশনার মারুফ খান বলেন, সকাল ৮টা ৫ মিনিটে আবুধাবি থেকে ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে আমরা তল্লাশি চালাই। এ সময় বিমানের টয়লেটে টিস্যু ফেলার বিনে ২০০টি স্বর্ণবার পাওয়া যায়। বারগুলো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো প্যাকেটে ছিল। এ ঘটনায় বিমানের এক ক্লিনার এবং একজন টেকনিশিয়ানকে আটক করা হয়েছে।