ফুলের শোভায় অপরুপাদের ভিড়!
আসমা খন্দকার : হাতে ফুল মাথায় ফুল কানে ফুল পুরো মুখমন্ডলে ফুলের শোভায় অপরুপাদের ভিড়! ফুলপ্রেমীদের ভিড়ে বড় বাড়ির বিয়ের মত উৎসব চলছে সেখানে । ফুলের শোভায় অপরুপাদের ভিড়! দুপুরের পর থেকে বাংলা একাডেমির মূল গেটের পাশে, রেজিস্ট্রেশন বুথের সামনে ফুলপ্রেমীদের লাইন ক্রমেই লম্বা হতে থাকে। এসময় লাইনে দাঁড়ানো একজন বলেই ফেললেন, বইমেলার মতো ভিড় হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীদের হাতে ফুলের রাখি, মাথায় ফুলের মুকুট। হাতে ধরা ফুলের চারা, টব। মাইকেও বাজছে ফুল নিয়ে গান ‘আমি একটা ফুলের ছবি আঁকি, ভ্রমর উড়ে আসে তায়’…। গতকাল ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট ২০১৭’-এর দ্বিতীয় দিনও ছিল জমজমাট।একাডেমির মাঠে ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ফর এন্টারপ্রাইজেস (আইআইসিই) ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির যৌথ আয়োজনে তিন দিনের ফুল উৎসবে স্টল-প্যাভিলিয়নের মোট সংখ্যা ৪৭। সব কটিতেই ছিল দর্শনার্থীদের ভিড়। সৌন্দর্যচর্চাকেন্দ্র রেডের স্টলটি সাজানো হয়েছে বিয়েবাড়ির মঞ্চের আদলে।
ফুলের গয়না পরা কনে বসে আছেন। কনের সঙ্গে মঞ্চে বসে ছবি তোলার ধুম পড়ে গেছে। স্টলের দায়িত্বে থাকা কানিজ সুলতানা বললেন, ফুল ছাড়া আমাদের দেশে বউয়ের সাজ হয় না। ফুল দিয়ে কীভাবে সাজা যায়, উৎসবের তিন দিন আমরা তা দেখাচ্ছি।ফ্লাওয়ার গার্ডেন, গুলশান ইভেন্টসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের স্টল বিয়েবাড়ির জমকালো মঞ্চের মতো সাজানো। বিয়ের মঞ্চের নকশা-বাজেট নিয়ে স্টল ঘুরে ঘুরে খোঁজখবর করছিলেন সামির-তিশা জুটি। মে মাসে তাঁদের বিয়ের তারিখ পাকা হয়েছে। ফুলের গয়না, হলুদ-বিয়ের মঞ্চ কোথা থেকে কী করাবেন, সেই সিদ্ধান্ত নিতেই উৎসবে আসা। তিশা বললেন, ‘মঞ্চের নকশা পছন্দ হয়েছে। অর্ডারও দিয়ে দিয়েছি।
গ্রিনশপের স্টলে বিক্রি হচ্ছে ইনডোর প্ল্যান্টস। চিনামাটির টবে এলোভেরা, কেয়া, স্পাইডার প্ল্যান্টসহ নানা প্রজাতির গাছ সাজিয়ে রাখা। দাম ১৫০ থেকে ১৫০০ টাকা। মগবাজার থেকে আসা জাফরিন সাদিক তিনটি গাছ কিনলেন। বললেন, ‘ছোট ফ্ল্যাটে বাগান করার জায়গা নেই। তাই ইনডোর প্ল্যান্টই ভরসা। দেখভাল করাও সহজ।উৎসব প্রাঙ্গণে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুল দিয়ে সাজানো দোলনাগুলো ছিল তাদের দখলে। গতকাল ছোটদের জন্য ছিল ছবি আঁকার প্রতিযোগিতা, গল্প বলা অনুষ্ঠানের আয়োজন। ছয় বছরের তাহিয়া তাবাসসুম বলল, ফুল উৎসবের সবকিছুই তার ভালো লেগেছে।
প্রদর্শনী আর বিক্রির পাশাপাশি গতকাল ফুলসজ্জা আর ছাদে বাগান করার কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেলে অনলাইন ফুলের দোকান, দেশিফুল ডটকমের নতুন পণ্য ফ্লাওয়ার ইন বক্সের উদ্বোধন হয়। ছোট চারকোনা বাক্সে জারবেরা-গোলাপ আর পাতা দিয়ে সাজানো একেকটা তোড়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বুশরা আলম জাতিরকন্ঠকে বলেন, দৈনন্দিন জীবনের সঙ্গে ফুলকে যুক্ত করতে তাঁদের এই আয়োজন। প্রতি সপ্তাহে গ্রাহকের কাছে একটি তোড়া তাঁরা পৌঁছে দেবেন। মাসে চারবার এভাবে গ্রাহকের কাছে পৌঁছে যাবে ফুলের বাক্স। তাঁদের এই প্যাকেজের মূল্য ৮০০ টাকা। তারাে কোনো সরবরাহ চার্জ নেন না।