ফার্মের মুরগি আ’লীগ নেতাদের জ্বালায় অস্থির ওবায়দুল কাদের
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে অংশ নিতে এসে দলের নেতাকর্মীদের সতর্ক করে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৭ এপ্রিল) এক জনসভায় তিনি বলেছেন, ‘সিলেটে কাউয়া বলেছিলাম। এখানে কাউয়া বলবো না। এখানে ফার্মের মুরগি ঢুকে গেছে। দেশি মুরগি স্বাস্থ্যসম্মত। ফার্মের মুরগি স্বাস্থ্যের জন্য ভালো না, বরং ক্ষতিকর। ফার্মের মুরগির চাপে এখানে দেশি মুরগি কোনঠাসা হয়ে পড়েছে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এখানে দেখছি পুরো মঞ্চে নেতা আর নেতা। বিলবোর্ডের দিকে তাকালে আদি নেতা, পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা। একেকজনের একেকরকম চেহারা। তবে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কোনও অপকর্ম করা চলবে না। অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আপনারাও ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের প্রস্তুতি নিন।’
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, ‘শত বছর ধরে স্বাধীনতার জন্য বহু নেতা জীবন দিয়েছেন, কিন্তু স্বাধীনতা আনতে পারেননি। আর বঙ্গবন্ধু জীবনের ১১ বছর জেলে কাটিয়ে নির্যাতন সহ্য করে আমাদের জন্য স্বাধীনতা এনেছেন। সেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এখন সারাবিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।’
জননেত্রী শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কেউ দলের বদনাম করলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উদযাপন কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভাপতির বক্তব্যে বলেন, ‘সরকার সংবিধানের বাইরে যেতে পারে না, তাই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই বেগম খালেদা জিয়া ও বিএনপিকে নির্বাচন করতে হবে।’
জনসভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. কে আর মোদাচ্ছের হোসেন, মেহেরপুর-১ আসনের এমপি ও জেলা সভাপতি ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের এমপি মকবুল হোসেন, খাইরুজ্জামান লিটন, মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল খুলনা বিভাগের আওয়ামী লীগের নেতারা।
এর আগে সকালে সূর্যোদয়ের সঙ্গে জেলা প্রশাসক পরিমল সিংহ মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন। এ সময় মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।
সকাল ১০টায় জাতীয় নেতৃারা মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, ‘হে তারুণ্য তুমি দাঁড়াও’ শীর্ষক উপস্থাপনাসহ পরিবেশিত হয় কবিগান।