• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

ফাঁকা রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়


প্রকাশিত: ৬:৫৮ পিএম, ২৩ আগস্ট ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২৯ বার

স্টাফ রিপোর্টার : ঈদুল আজহার আমেজে একদিকে ফাঁকা রাজধানী ঢাকা। অন্যদিকে আনন্দ উপভোগে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়।ঈদের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল থেকে কখনো দেখা গেছে প্রখর রোদ, কখনো আবার মেঘলা আকাশে সূর্যের লুকোচুরি।

তারপরও তীব্র রোদ আর গরম উপেক্ষা করে পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে আনন্দে মেতেছেন রাজধানীবাসী।আনন্দ উদযাপনে বৃহস্পতিবার সপরিবারে বেড়িয়ে পড়েছিলেন রাজধানীবাসী। পরিবারের ছোট বড় সবাইকে আনন্দ দিতে ভিড় করেছিলেন চিড়িয়াখানা ও শিশু পার্কে।ঈদুল আজহা-ঈদে ফাঁকা রাজধানী-উপচে পড়া ভিড় ছিলো বিভিন্ন বিনোদন কেন্দ্র

যানজটের চিরচেনা রাজপথে ছিল ব্যতিক্রমী শুনশান নীরবতা। খোলা হাওয়ায় মুক্ত পরিসরে রাজধানীর আগাঁরগাওয়ে বিমান বাহিনী জাদুঘর পরিণত হয় অন্যতম আনন্দ স্পটে। ৪০টি রাইড আর ঐতিহাসিক সব নির্দশন ছাড়াও খোলা মাঠে সবুজ ঘাসের আকর্ষণও কম ছিল না।অনেকে আবার রাজধানীর আশেপাশের প্রাকৃতিক সৌর্ন্দয্য দেখতে ছুটে যাচ্ছেন আশুলিয়া নয়তো পূর্বাচলের খোলা প্রান্তরে।নাগরিকদের নিরাপত্তায় বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।