• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

‘ফণী’ থেকে দেশ বাঁচাতে দোয়া করুণ’


প্রকাশিত: ৯:০০ পিএম, ২ মে ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩৯ বার

বিশেষ প্রতিনিধি : ‘ফণী’ থেকে দেশ বাঁচাতে দোয়া করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় ‘ফণী’’র কবল থেকে দেশবাসীকে যেন মহান আল্লাহ তায়ালা রক্ষা করেন সেজন্য শুক্রবার (৩ মে) জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছেন প্রধানমনন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘ফণী’র বাংলাদেশ উপকূলে আঘাত হানার কথা রয়েছে, এই অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে আল্লাহ যেন দেশবাসীকে রক্ষা করেন, সেজন্য বাদজুমা সারা দেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।বিকেল ৩টার দিকে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সাংবাদিকদের বলেন, ফণী বাংলাদেশ উপকূল থেকে ৭শ’ কিলোমিটার দূরে রয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম দিকে ধাবিত হচ্ছে, যদি এভাবে অগ্রসর হতে থাকে তাহলে পশ্চিমবঙ্গে আঘাত করার প্যাটার্ন দুর্বল হয়ে যাবে।