• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

ফখরুল কি পস্তাবে!ভোট ২৪জুন


প্রকাশিত: ৪:৪৭ পিএম, ৮ মে ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১০১ বার

স্টাফ রিপোর্টার : আগামী ২৪ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হয়ে যাওয়া তার বগুড়া-৬ আসনে ভোট করবে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আজ বুধবার এই ভোটের তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী, এ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে।

মনোনয়নপত্র বাছাই ২৭ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ জুন।ইসি সচিব জানান, বগুড়া-৬ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন হবে। সকাল ৯টায় ভোট শুরু হয়ে একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত।উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি গত ৩০ এপ্রিল শূণ্য ঘোষণা করা হয়।